যুক্তরাষ্ট্রে টিকা নিলেও করোনার হটস্পটে মাস্ক পরার পরামর্শ

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ০৯:১৬ | আপডেট: ২৮ জুলাই ২০২১, ১২:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টিকা নিলেও যেসব জায়গায় করোনার সংক্রমণ বাড়ছে সেখানে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা। কারণ বর্তমানে দেশটিতে করোনার সবচেয়ে ভয়াবহ ভ্যারিয়ান্ট ডেল্টা দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। টিকা নিলেও এই ধরনে আক্রান্তের ঝুঁকি রয়েছে। সে কারণেই এমন পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিডি) মঙ্গলবার জানিয়েছে, স্কুলে শিক্ষক, স্টাফ, শিক্ষার্থী, দর্শনার্থী সবাইকেই মাস্ক পরতে হবে।

সিডিসি ডিরেক্টর রোচেলে ওয়ালেনস্কি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যেসব স্থানে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে সেখানে পাবলিক কিংবা ইনডোর সবখানেই সবাইকে মাস্ক পরতে হবে। কারণ ডেল্টা ভ্যারিয়ান্ট দ্রুত ছড়াচ্ছে। এক্ষেত্রে নিজে সুরক্ষিত থাকতে এবং অপরকে সুরক্ষিত রাখতে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গড়ে ৫৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং গড়ে প্রতিদিন ২৪ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বারবার সতর্ক করে দিয়ে বলছেন যে, যেসব জায়গায় মানুষের টিকা নেয়ার হার কম সেখানে করোনার সংক্রমণ বেশি হচ্ছে।

ওয়ালেনস্কি বলেছেন, ‘যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে সংক্রমণের হার কম। নতুন করে যেসব মানুষ আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন, মারা যাচ্ছেন তাদের মধ্যে টিকা নেয়া মানুষের সংখ্যাই বেশি। ডেল্টা ভ্যারিয়ান্ট প্রতিরোধে এখন মানুষকে ভ্যাকসিন দেয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিডিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি করোনাভাইরাস প্রতিরোধে আমাদের যাত্রার আরেকটি পদক্ষেপ।’

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এসইউএল)