ক্যাপিটল হিল দাঙ্গার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পুলিশ কর্মকর্তাদের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:৫২ | প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১০:৩৩
ছবি: সংগৃহীত

গত ৬ জানুয়ারি ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় মঙ্গলবার চারজন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটি। আর সেখানেই কর্মকর্তারা সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

সাক্ষ্য দেয়ার সময় কাঁদতে কাঁদতে ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা মাইকেল ফ্যানোনে বলেন, ‘দাঙ্গাকারীরা আমাকে আঁকড়ে ধরেছিল, পিটিয়েছিল। আমাকে বলেছিল আমি নাকি দেশের শত্রু। আমাকে নগ্ন করার চেষ্টা করেছিল তারা। এমনকি আমাকে হত্যাও করতে চেয়েছিল তারা। স্লোগানে তারা বলছিল যে, তার অস্ত্র দিয়েই তাকে মেরে ফেল। সেসব ভয়াবহ মুহূর্তের কথা এখনো আমার মনে পড়ে।’

ফ্যানোনে বলেন, ‘আমরা যে ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছি কংগেসের কিছু রিপাবলিকান সদস্য তা তুচ্ছ করে দেখছেন। প্রকাশ্যে তা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আমাদের সহকর্মীদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা অপমানজনক।’

ক্যাপিটল পুলিশ কর্মকর্তা অ্যাকুইলিনো গনেল বলেন, ‘আমরা সেখানে মধ্যযুগীয় যুদ্ধের শিকার হয়েছি। ক্যাপিটল হিলে হামলা ঠেকাতে আমরা হাতে হাত রেখে লড়াই করেছি। আমার এক সহকর্মীকে দাঙ্গাকারীরা পিটাচ্ছিল। তার দম বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। আমরা তাকে সাহায্য করেছিলাম। আমরা মনে হচ্ছিল, এখানেই মনে হয় আমি মারা যাব।’

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্প বারবার অভিযোগ করেছিলেন যে, নির্বাচনে কারচুপি হয়েছে। ক্যাপিটল ভবনে যেদিন জো বাইডেনের জয়ের বিষয়টি অনুমোদন হওয়ার কথা ছিল ঠিক সেদিনই সেখানে হামলা চালিয়েছিল ট্রাম্পের সমর্থকরা। ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সহ ৫ জন নিহত হয়েছিলেন। দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত ৫৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :