ভারতে ঘুমন্ত শ্রমিকদের চাপা দিল ট্রাক, নিহত ১৮

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ১১:১৬ | আপডেট: ২৮ জুলাই ২০২১, ১২:১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ট্রাকচাপায় নিহত হয়েছেন ১৮ জন শ্রমিক। মঙ্গলবার রাতে তারা রাস্তার ওপর একটি বাসের সামনে ঘুমাচ্ছিল। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক এসে বাসকে ধাক্কা দেয়। এই ঘটনায় তাদের মৃত্যু হয়। যে বাসের সামনে তারা ঘুমাচ্ছিল ওই বাসেই তারা ভ্রমণ করছিল। রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৮ কিলোমিটার দূরে বারাবাঙ্কিতে এই ঘটনা ঘটে।

ভারতভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের বাড়ি বিহারে। তারা হরিয়ানা থেকে ফিরছিল। হাইওয়েতে তাদের বাস খারাপ হয়ে যায়। তারপর তারা রাস্তার উপরে বাসের সামনে ঘুমিয়ে পড়ে। এমন সময় পেছন থেকে এসে ধাক্কা দেয় ট্রাক। যার ফলে বাস তাদের শরীরে উপর উঠে যায়।   

সিনিয়র পুলিশ কর্মকর্তা সত্য নারায়ণ সাবাত বলেছেন, ‘এই ঘটনায় যারা আহত হয়েছে তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা নিহত হয়েছে তাদের উদ্ধার কাজ চলছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

ঘটনায় বেঁচে যাওয়া ভারত নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হরিয়ানার আমবালা বাস স্টপেজ থেকে আমরা ১৩০ জন বিহারের উদ্দেশ্যে রাত আটটায় রওয়ানা হয়েছিলাম। পথিমধ্যে বাস নষ্ট হয়ে যায়। চালক আমাদেরকে জানায় যে, গাড়ি ঠিক করতে সময় লাগবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই বাস থেকে নেমে আসে।কয়েকজন রাস্তার উপরে ঘুমিয়ে পড়ে। অন্যদের মধ্যে কেউ নাস্তা করছিল আবার কেউ বিশ্রাম নিচ্ছিল। রাত এগারোটার দিকে একটি ট্রাক এসে বাসকে ধাক্কা দেয়। যার কারণে বহু হতাহতের ঘটনা ঘটে।’

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এসইউএল)