সাঁতারে দ্বিতীয় সোনা জিতলেন টিটমাস

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ১২:৩৫ | আপডেট: ২৮ জুলাই ২০২১, ১৩:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্ববাসীকে চমকে দেয়া অস্ট্রেলিয়ান উদীয়মান সাঁতারু আরিয়ার্ন টিটমাস আবারো নিজের জাত চেনালেন। ৪০০ মিটারে সোনার জেতা পর এবার নারীদের ২০০ মিটার ফ্রি স্টাইলেও হলেন প্রথম। ফলে চলতি টোকিও অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদক নিজের ঝুলিতে তুললেন ২০ বছর বয়সী এই সাঁতারু।

গত বুধবার মেয়েদের ৪০০ মিটারে সবাই চমক দেখিয়েছিলেন আরিয়ার্ন টিটমাস। সেদিন তার সঙ্গে পেরে উঠেননি বিশ্বচ্যাম্পিয়ন লেডেকিও। রিও অলিম্পিকে সব মিলিয়ে পাঁচ ইভেন্টের চারটিতে সোনা ও একটি রুপা জেতা লেডেকিকে পেছনে ফেলে সোনা জেতেন টিটমাস।

মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিততে কেডি লেডেকি সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড। লেডেকি তিতমাসের চেয়ে পিছিয়ে ছিলেন ১.১৭ সেকেন্ড সময়।

এদিকে হংকংয়ের সাঁতারু সিওভান হুগেইয়ে জিতেছেন রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক জিতেছেন কানাডার পেনি ওলেকসিয়াক।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এমএম)