ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে আরও ১৭ মৃত্যু

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ১২:৫৩ | আপডেট: ২৮ জুলাই ২০২১, ১৪:২১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও নতুন ১৬৯ করোনা রোগী।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। শতকরা হারে যা ৩৫.৯৫ শতাংশ।

সিভিল সার্জনের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৭১ জন। এর মধ্যে বুধবার সকাল পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ২৮৭। আর গত দেড় বছরে জেলায় মৃত্যু হয়েছে ৩৭০ জনের।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। হাসপাতালটিতে এখন চিকিৎসাধীন রয়েছে ২৮৪ জন করোনা রোগী।

(ঢাকাটাইমস/২৮জুলাই/পিএল)