নিখোঁজের দুদিন পর বিলে মিলল চা দোকানির মরদেহ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১৫:৪০

ভৈরবে নিখোঁজের দুদিন পর বিলের পানিতে ভাসলো চা দোকানদার স্বপন মিয়ার (৩৮) মরদেহ। বুধবার বেলা ১২টায় উপজেলার চাঁনপুর গ্রামের বিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্বপন মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানঁপুর গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে নিজের চা দোকানের কাজ শেষ করে বাড়ি ফিরেন। এ সময় কারও ফোন পেয়ে তিনি বের হয়ে আর বাড়ি ফিরেননি। অনেক জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে পরে ভৈরব থানায় একটি সাধারণ ডায়রি করে পরিবার। বুধবার সকালে পথচারীরা গ্রামের বিলের পানিতে একজনের মরদেহ ভাসছে এমন খবর পেয়ে স্বপনের স্বজনেরা তার লাশ সনাক্ত করেন। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

স্বপনের ভাই রিপন বলেন, আমার ভাইকে বাড়ি থেকে রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

ভৈরব থানার ওসি মো.শাহিন জানান, কে বা কারা স্বপনকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যার রহস্য উদঘাটন হবে। এ হত্যার ঘটনার জিঙ্গাসাবাদের জন্য রশিদ ও রুবেল নামের দুজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :