আগামী সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন ৩ দিন

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ১৬:৪৩ | আপডেট: ২৮ জুলাই ২০২১, ১৬:৫০

অর্থণৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস অতিমারি পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরেও আরও দুইদিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার।এই দুই দিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি তিন দিন সময় বাড়ানো হয়েছে লেনদেনের। ব্যাংকে লেনদেন হবে ২.৩০টা পর্যন্ত। আর পুঁজিবাজারে লেনদেন হবে ২টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে এই থ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকের লেনদেনের সাথে সমন্বয় করে লেনদেন করতে হয় দেশের দুই পুঁজিবাজারে। যেহেতু সাপ্তাহিক ছুটি ছাড়াও অতিরিক্ত আরও দুই দিন ব্যাংক লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই ব্যাংকের সাথে সমন্বয় করে অতিরিক্ত আরও দুই দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন।

করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে আগামী সপ্তাহে রবিবার (২ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।  আর ব্যাংক বন্ধ থাকার কারণে এ দুদিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। সে ক্ষেত্রে সোমবার (৩ আগস্ট), মঙ্গলবার (৪ আগস্ট) ও বৃহস্পতিবার (৫ আগস্ট) লেনদেন হবে পুঁজিবাজারে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এসআই)