নড়াইল সদর হাসপাতালে স্বাস্থ্যসামগ্রী দিলো এফবিসিসিআই

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১৮:২০

নড়াইল সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের জন্য দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, দুটি অক্সিজেন কনসেনট্রেটর ও ১০টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।

নড়াইল চেম্বার অব কমার্সের উদ্যোগে এবং এফবিসিসিআইয়ের সহযোগিতায় বুধবার সকালে সদর হাসপাতালের সভাকক্ষে করোনাভাইরাস প্রতিরোধে এসব মালামাল হস্তান্তর করেন নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ-উজ-জামান মুন্সী, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সিকদার, গোলাম মোর্ত্তজা স্বপন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহিনুজ্জামান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশিউর রহমান বাবু, জেলা যুবলীগের আহ্বায়ক হাজী ওয়াহিদুজ্জামান, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন প্রমুখ।

নড়াইল জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান বলেন, ‘এর আগেও নড়াইলে এফবিসিসিআইয়ের সহযোগিতায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :