করোনায় খুলনা বিভাগে একদিনে ৩১ জনের মৃত্যু

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ২১:০৭

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৮৬৬ জন। বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২৭ জুলাই বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ছয়জন, কুষ্টিয়ায় পাঁচজন, ঝিনাইদহে চারজন, মাগুরায় তিনজন, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৫৪৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ৪৬১ জন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএ/কেএম)