হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহাজের ক্রু নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:০৪ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১১:৫৭

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মন্নান (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে চরঈশ্বর মূলা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

নিহত আব্দুল মন্নান হাতিয়ার হরনী ইউনিয়নের কাজীরটেক এলাকার আব্দুল মোতালেবের ছেলে। তিনি মেঘনা গ্রুপের মালবাহী জাহাজ এমভি মার্কেন্টাইল-২ এর ক্রু ছিলেন।

জাহাজ এমভি মার্কেন্টাইল-২ এর চীফ ইঞ্জিনিয়ার নুরুল আফসার জানান, গত দুদিন আগে পণ্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে আসে তাদের জাহাজ। আবহাওয়া খারাপ থাকায় রাতে হাতিয়ার নলচিরাঘাটের পাশ্ববর্তী নদীতে নোঙর করেন তারা। গত দু’দিনে জাহাজে থাকা খাদ্য শেষ হয়ে যাওয়ায় বাজার করার জন্য ক্রু আব্দুল মান্নান ও বাবুর্চি আফসারকে আফাজিয়া বাজারে পাঠানো হয়। কিন্তু ওই বাজারে কিছু না পাওয়ায় বৃষ্টির মধ্যে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তারা ওছখালী বাজারের দিকে যাচ্ছিল। কিছুদুর যাওয়ার পর চরঈশ্বর মূলা মার্কেট এলাকায় সড়কের একটি গর্তের মধ্যে পড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুল মন্নান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/ ২৯ জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :