বিকেলে আসছে অস্ট্রেলিয়া দল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৩:৫৬ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১২:৪৯
ছবি: সংগৃহীত

আজ সকালেই জিম্বাবুয়ে থেকে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এর কয়েক ঘণ্টা পরেই ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল সাড়ে ৪টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজিরা পৌঁছাবেন বলে জানা যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণে ক্যারিবীয়দের সঙ্গে পেরে না উঠলেও ওয়ানডে সিরিজ ঠিকই জিতেছে অ্যালেক্স ক্যারিরা। এবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি মিশন তাদের। আর উদ্দেশ্যেই ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি বাংলাদেশে আসছেন।

আসন্ন এই সিরিজ থেকে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলরা বাদ পড়েছিলেন আগেই। এবার চোটের কারণে ছিটকে গেছেন দলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এখন নতুন দলনেতা নিয়ে টাইগারদের বিপক্ষে নামবে তারা।

এদিকে ঘরের মাঠে তামিম, মুশফিক, লিটন- তিনজনকেই মিস করবে বাংলাদেশ। তামিম হাঁটুর ইনজুরির কারণে বিশ্রামে। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফিরেন মুশফিক।

উল্লেখ্য, আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।

রিজার্ভ: ন্যাথান এলিস, তানভির স্যাঙ্ঘা।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :