ঠাকুরগাঁওয়ে করোনায় শিক্ষা কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৫:৪২

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৮ জনে।

অন্যদিকে ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮৯৬ জন। ইতোমধ্যে চার হাজার ৩৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের হার ৩৪ দশমিক ১৮ শতাংশ। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় তিনজন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩২ ও ৬০ বছর বয়সী দুজন পুরুষ, এবং রানীশংকৈল উপজেলায় ৪৮ বছর বয়সী একজন নারী। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলার বালিয়াডাঙ্গী উপজেলা উপজেলা শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন মন্ডল করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাত সাড়ে ১২টায় জয়পুরহাট হাসপাতালে মারা যান। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড. আফরিন নাজনীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে প্রাপ্ত সবশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা হলেন- সদর উপজেলায় ৫৪ জন, পীরগঞ্জ উপজেলায় ১১ জন, রানীশংকৈল উপজেলায় সাত জন, লিয়াডাঙ্গী উপজেলায় দুই জন এবং হরিপুর উপজেলায় ছয়জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন দেয়া হলেও জনসচেনততার অভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ হচ্ছে না। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না। তাই দিনদিন মানুষ সংক্রমিত হচ্ছেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :