করোনায়-উপসর্গে বগুড়ায় আটজনের প্রাণহানি

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৫:৪৩

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন এবং শরীরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩৮জন। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. তুহিন জানান, ২৪ ঘণ্টায় জেলার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১১২ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২২ দশমিক ৩১শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬১৭ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯ জন। মারা গেছেন ৫৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ৮১৪জন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :