করোনা পরীক্ষা করতে হাসপাতালে পৌঁছে মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৬:৫৩ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৬:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষা করাতে এসে সরাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খোশনেহুর বেগম (৭১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় করোনা পরীক্ষা করার জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান খোশনেহুর। তিনি অটোরিকশা থেকে নামার সময় শ্বাসকষ্টে মারা যায়।

মৃত খোশনেহুর সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজু মিয়ার স্ত্রী।

এছাড়া গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার হাজী ইব্রাহিম ভূইয়ার ছেলে ফিরোজ ভূইয়া (৮০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তিদের বাড়ি লকডাউন (রেডজোন) ঘোষণা করেছে।

এ পর্যন্ত সরাইল উপজেলায় করোনায় ছয়জনের মুত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :