টিকা নেওয়ার বয়স ২৫ বছর নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:০৯ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৬:৪৭
ফাইল ছবি

কোভিড-১৯ এর টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। ফলে ২৫ বছর বয়স হলেই বাংলাদেশি নাগরিকরা এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন।

বৃহস্পতিবার থেকে সরকারের সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে ২৫ বছর বয়স হলেই টিকার রেজিস্ট্রেশন করা যাচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছিল, দেশের সবাইকে টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করার কথা ভাবছে সরকার।

এদিকে আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পরিষদ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা গ্রহণ করা যাবে এমন ঘোষণা দিয়েছে সরকার।

দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরদিন টিকার জন্য নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার।

সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে টিকা গ্রহণের বয়সসীমা কমিয়ে আনে সরকার।

(ঢাকাটাইমস/২৯জুলাই/কারই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :