‘২০২২ বিশ্বকাপ’ নিয়ে নেইমার-এমবাপ্পের কাড়াকাড়ি

প্রকাশ | ২৯ জুলাই ২০২১, ১৬:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নতুন মৌসুম শুরু আগে দলীয় ম্যাগাজিন প্রকাশ করেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। সেই সুবাদে পরস্পরের সঙ্গে সাক্ষাৎকারে বসেন ক্লাবের দুই তারকা ফুটবলার নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে। আর সেখানেই আসন্ন ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেন তারা। নেইমারের দাবি কাতার বিশ্বকাপ হবে তার, অন্যদিকে দ্বিতীয়বার বিশ্বকাপের স্বাদ নিতে মুখিয়ে আছেন এমবাপ্পেও।

ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের ক্লাবের ছাড়ার গুঞ্জন শোনা গেলেও সেটা আর হচ্ছে না। সামনে পিএসজির হয়েই প্রতিনিধিত্ব করবেন তিনি। আর আসন্ন মৌসুমকে সামনে রেখে দলের সতীর্থ নেইমারের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। এরই ফাঁকে ক্লাবের ম্যাগাজিন প্রকাশের স্বার্থে একে অপরের সঙ্গে আলাপচারিতাতে লিপ্ত হন।

সেখানে একে অপরকে জানাচ্ছিলেন নিজেদের স্বপ্নের কথা। এক পর্যায়ে সাংবাদিক হিসেবে নিজের অপারগার পরিচয় দিয়ে এমবাপ্পে নেইমারকে বলেন, ‘সাংবাদিক হিসেবে আমি খুব ভালো নই, তোমাকে কী জিজ্ঞেস করব নেইমার?’

এরপর তিনি তার প্রশ্নে বলেন, ‘এখনও পর্যন্ত তো অনেক কিছুই অর্জন করেছ, অনাগত ভবিষ্যতে তোমার স্বপ্ন কী?’ উত্তরে নেইমার বলেছেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’

একই প্রশ্ন নেই এমবাপ্পেকেও করেন। তার উত্তরে ফরাসি স্ট্রাইকারও আসন্ন বিশ্বকাপ নিজের করে নেয়ার কথা জানা। কিন্তু বিশ্বকাপের স্বাদ না পাওয়া নেইমার কাতার বিশ্বকাপ হাতছাড়া করতে রাজি নন। সঙ্গে সঙ্গেই বলে উঠলেন ‘না, পরের বিশ্বকাপ আমার।’ আবারো এমবাপ্পেকে প্রশ্ন করে বসলেন, ‘বিশ্বকাপের বাইরে তোমার বড় স্বপ্ন কোনটি?’

এবার উত্তরে কিছু কৌশল অবলম্বন করেন এমবাপ্পে। তিনি বলেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে দারুণ হবে। তবে আরেকবার বিশ্বকাপ জিতলেও মন্দ হয় না।’

(ঢাকাটাইমস/২৯জুলাই/এমএম)