রামেবির প্রতিষ্ঠাতা উপাচার্যের মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৬:৫৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) প্রতিষ্ঠাতা উপাচার্য (ভিসি) অধ্যাপক ডাঃ মাসুম হাবিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

অধ্যাপক মাসুম হাবিব ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রামেবি প্রতিষ্ঠিত হলে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০২১ সালের ২৯ এপ্রিল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামেবির বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেছেন রামেবির কর্মকর্তা-কর্মচারীরাও।

(ঢাকাটাইমস/২৯জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :