সমর্পণ

আমীর সোহেল
| আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:০৮ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৬:৫৮

ভয় নেই এক ফোঁটা একদম

আছেন মাবুদ আমার উপরে স্বয়ং

রেখেছেন তিনি অসংখ্য প্রমাণ

তাই সে প্রভু তাই সে মহান।

.

তাঁর কৃপায় সূর্য বিলায় আলো

যাঁর করুণায় ধরণী শষ্য পেল।

তাঁর নেয়ামত এই নীল আকাশ;

যাঁর দয়ায় প্রাণ পায় এখনও বাতাস।

.

উনার ইঙ্গিত ছাড়া

হয় না কোন ভূমিকম্প।

ফুঁসে উঠা সমুদ্র

হয় নিমিষেই শান্ত।

.

উনার সৃষ্টি পলিমাটি, শিলাবৃষ্টি’

হুকুম পেলেই জ্বলে ওঠে আগ্নেয়গিরি।

উনি চাইলেই ধনী অথবা কোটিপতি;

বনে যায় মুহূর্তেই রাস্তার ভিখারী।

.

আমীর- তুই তো জন্ম থেকেই ফকির,

তাই বুকে রাখ শুধু এক আল্লাহর জিকির।

তিনি আল-আউয়াল, তিনি আল আখির,

তিনি সকলেরই একমাত্র মালিক।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :