চন্দনাইশে দুস্থদের পরিবারে ত্রাণ বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৯:৫৫

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের আয়োজনে বাগদাদ গ্রোসারি মার্টের সত্ত্বাধিকারী আবদুল মজিদের সার্বিক সহযোগিতায় ৩০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।

বৃহস্পতিবার বিকালে চন্দনাইশ গাছবাড়িয়া পৌরসভার বাগদাদ গোসারী মার্টের সামনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাফুজা জেরিন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদাদ গ্রোসারি মার্টের সত্ত্বাধিকারী আবদুল মজিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চন্দনাইশ উপজেলা সভাপতি নুরুল আলম, চন্দনাইশ থানার এস আই আবু আবছার ভুইয়া, সূখ হরণ চাকমা, ইউছুপ, ইমতিয়াজ উদ্দিন মারুফ, আয়ুব আলী, ইয়াছিন, তারেক হোসেন, মিন্টু সওদাগর, মিনহাজুর রহমান প্রমুখ।

আবদুল মজিদ বলেন, ‘বর্তমান করোনা মহামারিতে মানুষ অসহায় জীবনযাপন করছেন। এই মুহূর্তে প্রতিটি এলাকায় অসহায় মানুষের খবর রাখা তাদের পাশে দাঁড়ানো বিত্তশালীদের দায়িত্ব ও কর্তব্য।’ তিনি ত্রাণ বিতরণের পাশাপাশি এলাকার বিত্তশালীদের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :