নোয়াখালীতে করোনায় সাতজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ২১:০৯

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মাইজদীর মুন হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রোগী রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও নতুন করে আরও ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ৩১ দশমিক ৪৪ ভাগ। লকডাউন কার্যকর করতে ষষ্ঠ দিনেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮২ জনকে ২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ হোসেন জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বাসিন্দা সইফুল বেগমের (৬৫) শরীরে গত ২৫ জুলাই করোনা শনাক্ত হয়। পরবর্তীতে মাইজদীর মুন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টা ৪৫ মিনিটে মারা যান তিনি। উপজেলায় করোনায়া মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মাহতাব উদ্দিন আহমেদ বলেন, গত ২৭ জুন উপজেলার চরঈশ^র ইউনিয়নের জাহাঙ্গীর (৭০) নামে এক ব্যক্তির করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাত ১১টার দিকে মারা যান তিনি।

ডা. নিরুপম দাশ বলেন, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ৫জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিন ৯ জন নারীসহ নতুন করে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০০ জন রোগী। এদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন রোগী।

জেলা সিভিল সার্জনের তথ্য মতে, জেলার তিনটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৭২৫টি নমুনা পরীক্ষা করে ৪৯৭ জনের নেগেটিভ ও ২২৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জেলা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩৩১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৪৭ জন রোগী। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি জেলার সদর উপজেলায় ৫৯, কোম্পানীগঞ্জে ৪৭, সেনবাগে ৪৬, চাটখিলে ১৮, কবিরহাট ও সোনাইমুড়ীতে ১৫ জন করে রোগী রয়েছেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :