রাতে আসছে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুলাই ২০২১, ০০:০৩ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ২১:৪৯

করোনাভাইরাস মোকাবেলায় চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বৃহস্পতিবার রাতে ঢাকায় আসছে। পৃথক দুটি ফ্লাইটে ১৫ লাখ করে টিকার চালান ঢাকায় পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথমে ১৫ লাখ ডোজ টিকা নিয়ে রাত ১০টায় ঢাকায় একটি ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে। পরে ১৫ লাখ টিকা নিয়ে রাত তিনটায় আরেকটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।

এর আগে গত ২ জুলাই সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা করোনা টিকার ১০ লাখ ডোজের প্রথম চালান দেশে আসে। এর পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে। সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। আজ ৩০ লাখ এলে মোট ৭০ লাখ টিকা পেয়ে যাবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

কেনা টিকা ছাড়াও চীন সরকার ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে। গত ১২ মে ৫ লাখ টিকা উপহার হিসেব বাংলাদেশে পাঠায় চীন। এরপর ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

(ঢাকাটাইমস/২৯জুলাই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :