হরিণের চামড়া, মদ-ক্যাসিনো সরঞ্জাম নিয়ে যা বললেন হেলেনাকন্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুলাই ২০২১, ২০:১৬ | প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ১১:০১

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় গতরাতে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ, হরিণের চামড়া, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা।

এসব উদ্ধারের পর হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হলেও তার মেয়ে জেসিয়া আলমের দাবি, মদ খাওয়ার লাইসেন্স আছে৷ এটি তার ভাই সেবন করতেন।

এছাড়া অন্যান্য উদ্ধার হওয়া সরঞ্জামের বিষয়েও কথা বলেছেন হেলেনাকন্যা। অভিযোগ করেছেন কোনো ধরণের সার্চ ওয়ারেন্ট ছাড়া তাদের বাসায় অভিযান চালানো হয়েছে। তাদের কোনো ধরণের সহযোগিতা করা হয়নি।

বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরকে আটকের সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদক ছাড়াও হরিণের চামড়া ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়।

গুলশানের বাসায় র‌্যাবের ওই অভিযান শেষ হলে সাংবাদিকদের কাছে বিস্তারিত বলেন হেলেনাকন্যা জেসিয়া আলম। মদের বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমার ভাইয়া মদ পান করে। সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদপানের লাইসেন্স রয়েছে। পাসপোর্টও আছে।

হরিণের চামড়ার বিষয়ে জানতে চাইলে হেলেনার মেয়ে বলেন, ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতানেত্রীরা মিলে ওইটা গিফট করেছে। সেটি ওয়ালে ঝোলানো ছিল।

ক্যাসিনোর সরঞ্জামাদির বিষয়ে জেসিয়া আলম বলেন, ক্যাসিনোর চিপস ওগুলো। আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোট আর সরঞ্জাম লাগে তা নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ? সে রকম একটা বিষয়। জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষ গেম খেলতে পারে না? ওরকম।

বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমরা র‌্যান্ডমলি বিদেশে যাই। একাধিক দেশে আমাদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো রাস্তায় ফেলে দিতে পারি না। ওইসব মুদ্রা থেকে গেছে।

অভিযান নিয়ে হেলেনা কন্যা বলেন, আমাদের বাসায় ইলিগ্যাল মালামাল রয়েছে মানলাম। তাই বলে ওরকমভাবে অভিযান করা যায়। কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই হুট করে ঢুকে গেল আর অভিযান চালাল। কোনো কো-অপারেট নেই।

ঢাকাটাইমস/৩০জুলাই/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে গ্রিস

ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপে রাষ্ট্রীয় পদক্ষেপ চায় জাতীয় মানবাধিকার কমিশন

মিয়ানমার সংকট সমাধানে একজনের খুশির জন্য বাকিদের নারাজ করবে না বাংলাদেশ: সেনা প্রধান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা, কমেছে খোলা তেলের

কর ব্যবস্থা সংস্কার করলে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবে

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী

বৃষ্টিতেও কমছে না তাপপ্রবাহ

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, আলোচনায় যা থাকবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :