শুদ্ধাচার পুরস্কার পেলেন নোয়াখালীর পুলিশ কর্মকর্তা শাহ পরান

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ১৩:২৪

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ৯৫ জন কর্মকর্তা-কর্মচারী ২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। নোয়াখালীতে এ পুরস্কার পেয়েছেন জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মোহাম্মদ শাহ পরান।

গত বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আনুষ্ঠানিকভাবে শাহ পরানের হাতে এ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খালেদ ইবনে মালেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল সাইফুল ইসলাম খানসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা।

এর আগে গত ৩০ জুন সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শুদ্ধাচার সম্মাননার পুরস্কারের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের ৯৫ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়। ওইদিন ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :