নেত্রকোণায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ১৬:১৬

নেত্রকোণায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার মিশুক ও অটোরিকশা চালকদের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত এক হাজার ২৫টি পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হেলিম লস্করসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :