ইউএনওর মানবিকতায় আশ্রয় পেলেন অজ্ঞাত বৃদ্ধা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ২০:১০

ইউএনওর মানবিকতায় শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী। বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকে পাওয়া যায়।

স্থানীয় পথচারী মিন্টু মিয়া ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় মহাসড়কের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশের সহায়তা না পেয়ে ওই পথচারী কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ওই বৃদ্ধার পাশে দাঁড়ান।

ইউএনও তার নিজ খরচে অজ্ঞাত ওই বৃদ্ধা নারীকে হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করেন। সুস্থ হয়ে ওই বৃদ্ধা তার নাম ঠিকানা বলতে পারেননি। এদিকে বিভিন্ন মাধ্যমে তার বিষয়ে প্রচার করা হলেও তার পরিবারের বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার বিকালে ওই বৃদ্ধাকে ইউএনওর হস্তক্ষেপে গাজীপুরের কাশিমপুর ভবঘুরে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বুধবার রাতে তাকে সফিপুর থেকে অসুস্থ অবস্থায় পেয়েছি। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তবে তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেননি। তার পরিচয় না পেয়ে বৃহস্পতিবার তাকে গাজীপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :