মানিকগঞ্জে করোনায়-উপসর্গে আরও চারজনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:৪৭ | প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ২১:০৯

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন এবং বাকি দুজন শরীরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ভাইরাস শনাক্ত হয়েছে ১৯৬ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ। শুক্রবার বেলা ১২টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘নতুন শনাক্তের ১৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন ও সাটুরিয়া উপজেলার ১০ জন রয়েছেন।’

তিনি বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষায় চার হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪১ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১০০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। তাদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গে দুজন মারা গেছেন।’

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :