আলফাডাঙ্গায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ২২:৫৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভুল চিকিৎসায় সাবিনা ইয়াসমিন নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে কলেজ রোডে অবস্থিত এ্যাপোলো জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা ইয়াসমিন পাশের কাশিয়ানী উপজেলার নড়াইল এলাকার মো. জাকির হোসেন ওরফে খান নঈমের স্ত্রী।

সাবিনা ইয়াসমিনের স্বামী জাকির হোসেনের অভিযোগ, তার স্ত্রীকে কোনো ডাক্তার অপারেশন করেনি, অপারেশন করেছেন হাসপাতালের মালিক এবং হাসপাতালেই রোগী মারা গেছে।

শুক্রবার বিকালে জাকির সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীকে সকাল সাড়ে ১১টার দিকে এ্যাপোলো জেনারেল হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে জানানো হয় রক্ত পরীক্ষার পর অপারেশন করবে। পরে বাজারে আমাকে কিছু অপারেশন সরঞ্জাম কিনতে পাঠায়। আমি কিনে আনার পর শুনি অপারেশন করা হয়ে গেছে। তারপর প্রায় দেড় ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও অপারেশন থিয়েটার থেকে আমার স্ত্রীকে বের করে না। ’

‘তারপর আমি অপারেশন থিয়েটারে যাওয়ার চেষ্টা করলে তারা জানায় রোগীর অবস্থা খারাপ, ফরিদপুর নিয়ে যেতে হবে। তখন তাকে তাড়াহুড়ো করে বের করে আনলে তখন দেখি সে আর বেঁচে নেই। মুখ চোখ কালো হয়ে গেছে। তারপরেও ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে ডাক্তার দেখে বলে মারা গেছে।’

এ বিষয়ে ক্লিনিকের নার্স বাসন্তী সরকার বলেন, ‘ডা. আসাদুজ্জামান কামাল ও ডা. ফজলুল করিম আকবর অপারেশন করেছেন। অপারেশন করার পরে রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার পেট ফুলে ওঠে। ক্লিনিকে অত্যাধুনিক প্রযুক্তি না থাকায় রোগীকে ফরিদপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা গেছে।’

জানতে চাইলে ফোনে ডা. ফজলুল করিম আকবর বলেন, ‘ডা. আসাদুজ্জামান কামাল ও আমি অপারেশন করেছি। অপারেশন করার পরে হঠাৎ অনেক জ্বর ও শ্বাসকষ্ট হয়। তারপরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর পাঠানো হয়।’ অপারেশনে কোনো রকম ভুল হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ক্লিনিকের সত্ত্বাধিকারী নূর ইসলামের বক্তব্য জানতে ক্লিনিকে গিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। পরে তার ফোনে যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :