জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৮:৪৭ | প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ০৮:৩৮

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার আসছে আজ। শনিবার বিকাল সোয়া তিনটার দিকে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো বিমান টিকাগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দেওয়া এই চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন রয়েছে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের কার্গো বিমানটি টিকার চালান নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গতকাল সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে। এ দুই চালানে মোট ১৩ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।

এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :