আফগানিস্তানে জাতিসংঘের কার্যালয়ে হামলায় নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০২১, ১১:২৩ | প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ১১:২১
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের কার্যালয়ে শুক্রবার হামলা হয়েছে। এই হামলায় আফগানিস্তানের একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা।

হেরাত প্রদেশের কয়েকটি জেলা দখল করে নিয়েছে আফগানিস্তান। শুক্রবার হেরাত শহর থেকে একটু দূরে তালেবান ও আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা সংবাদমাধ্যমকে বলেছেন, এই সংঘাতের কারণে ওই এলাকার অনেককেই বাড়ি ছেড়ে চলে যেতে হয়।

ইউনাইটেড নেশন্স অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই সংঘর্ষ চলাকালে হেরাতে জাতিসংঘের কার্যালয় হামলার শিকার হয়। রকেট-চালিত গ্রেনেড ও গুলি দিয়ে এই হামলা চালানো হয়।

আফগানিস্তান বিষয়ে জাতিংসঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লায়ন্স বলেছেন, ‘জাতিসংঘের বিরুদ্ধে এই হামলা দুঃখজনক। এই হামলার তীব্র নিন্দা জানাই। হামলায় জড়িতদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

ইউএনএএমএ বলেছে, ‘সরকারবিরোধী শক্তি’ এই হামলা চালিয়েছে।

তারা আরো বলেছে যে, জাতিসংঘ কার্যালয় যে এলাকায় অবস্থিত সেই এলাকায় আফগানিস্তানের সেনাবাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষ চলে আসছে। তবে, শুক্রবার এই হামলায় জাতিসংঘের কোনো কর্মকর্তা আহত হননি।

তবে, তালেবান বলছে ওই পুলিশ সদস্য ক্রসফায়ারে মারা যেয়ে থাকতে পারেন।

টুইটারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘যেখানে সংঘাত হয়েছে তার খুব কাছেই অবস্থিত জাতিসংঘের অফিস। ওই পুলিশ সদস্য হয়তো ক্রসফায়ারে মারা গেছেন। জাতিসংঘের কার্যালয় মোটেও হুমকির মুখে নেই।’

এই ঘটনায় যুক্তরাষ্ট্রও কড়া নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর জেক সুলিভান বলেছেন, ‘আফগানিস্তানে জাতিসংঘ বেসামরিক সত্তা। তারা সেখানে মানবিক ও উন্নয়ন সহায়তায় কাজ করেন।’

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :