পদক না জিতেও দেশে প্রশংসায় ভাসছেন ফেথি নুরিন

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৩:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

টোকিও অলিম্পিকে খেলতে গিয়ে কোনো পদক না জিতেই দেশে ফিরেছেন আলজেরিয়ান জুডোকো তারকা ফেথি নুরিন। কিন্তু এরপরও দেশে ফিরে রীতিমতো প্রশংসায় ভাসছেন তিনি। ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে না খেলে নিজেকে অলিম্পিক থেকে সরিয়ে নেয়ার কারণেই দেশের মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ।

ছেলেদের ৭৩ কেজি শ্রেণিতে প্রথম রাউন্ডে জিতলে দ্বিতীয় রাউন্ডে ইসরায়েলের তোহার বাটবালের মুখোমুখি হওয়া নিশ্চিত ছিল, সে কারণে প্রথম রাউন্ডেই খেলেননি নুরিন।

কিন্তু তাতে মোটেও আফসোস নেই আলজেরিয়ানদের। আরব বিশ্বের প্রশংসাও পাচ্ছেন নুরিন। দেশে ফিরে নুরিন গর্বভরে জানালেন, আলজেরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি।

এদিকে আলজেরিয়ান তারকা ফেথি নুরিনের পর প্রতিপক্ষ হিসেবে ইসরায়েলের তোহাল বাটবাল হওয়ার কারণে কোর্টের নামেননি সুদানের জুডোকো মুহম্মদ আবদালরাসুলও। কোর্টে না নামার কারণ না জানালেও ধারণা করা হয় প্রতিপক্ষ ইসরায়েলি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

 (ঢাকাটাইমস/৩১জুলাই/এমএম)