বগুড়ায় আরও ৯ মৃত্যু

বগুড়া প্রতিনিধি,ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৩:৫৪ | প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ১৩:৫৪

বগুড়ায় করোনা এবং উপসর্গে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গে মারা গেছেন চারজন। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১৬০জন।

বগুড়ার সহকারী সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার এ সব তথ্য জানান। তিনি জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শাজাহানপুরের আসাদ আলী মন্ডল(৭৩), শিবগঞ্জের পরিমল কুমার সরকার(৬০) এবং সদরের যথাক্রমে- শহিদুল আলম(৫২), আয়েশা বেগম(৭০) ও সাখাওয়াত হোসেন(৪৮)।

ডাঃ তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১০১জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩০ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১৮ হাজার ৮৫৭জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৩৮জন। মারা গেছেন ৫৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৫১জন।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :