ভার্চুয়াল আদালতে ১৪ মাসে দেড় লক্ষাধিক আসামির জামিন

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৭:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস মহামারির মধ্যে চালু হওয়া ভার্চুয়াল আদালতে (অধস্তন আদালত এবং ট্রাইব্যুনাল) গত এক বছরে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন এক লাখ ৫১ হাজার ১৪৬ আসামি।

২০২০ সালের ১১ মে থেকে ২০২১ সালের ২৯ জুলাই পর্যন্ত সময়ে তারা জামিন পান। এছাড়াও তিন লাখ ২২৮টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে।

শনিবার ঢাকাটাইমসকে এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।

এদিকে ২৫ জুলাই হতে ২৯ জুলাই মোট ৫ কার‌্যদিবসে সারাদেশের বিচারিক আদালত থেকে ৫৬৯ জন আসামি জামিন পেয়েছেন।

জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ আদালতে এ সময়ের মধ্যে ১৪৯৮টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এতে মোট ৫৬৯ জন হাজতি/অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার মুক্ত হয়েছেন।

করোনা পরিস্থিতি মোকোবেলায় সুপ্রিম কোর্টসহ সারাদেশের অধস্তন আদালতগুলো সীমিত পরিসরে চলছে। 

(ঢাকাটাইমস/৩১জুলাই/এআইএম/ইএস)