ঝিনাইদহে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সমী

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ১৮:২৯

ঝিনাইদহে মহামারি করোনাভাইরাসে ও লকডাউনে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী উপহার হিসেবে নিজ হাতে তুলে দেন জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী এমপি। শনিবার সকাল ১০টায় উপজেলা ফুটবল মাঠ প্রাঙ্গণে তিনি এসব বিতরণ করেন।

বিতরণ করা পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, ময়দা, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা, পৌর মেয়র মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা শেরেকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার সম্পাদক প্রকাশক এমদাদুল হক বিশ্বাস, সহ-সভাপতি ছমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি সমী বলেন, ‘যতদিন মহামারি থাকবে, যতদিন সাধারণ মানুষ থাকবে, যতদিন আমার সম্পদ থাকবে, ততদিন আমি আপনাদের মাঝে থাকব ইনশাআল্লাহ।’

(ঢাকাটাইমস/৩১জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :