পাটুরিয়া-ঢাকা-আরিচা সড়কে মানুষের ঢল

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ২০:২৫

পোশাক কারখানা ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শনিবার সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাটে মানুষের অতিরিক্ত চাপ বেড়েছে।

কুষ্টিয়ার আমিনুল ইসলাম জানান, তিনি সাভারের একটি গার্মেন্টসে চাকরি করেন। আগামীকাল তাকে ফ্যাক্টরিতে যোগদান করতে বলা হয়েছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে তাকে সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও টেম্পুতে করে পাটুরিয়া ঘাটে আসতে হয়েছে।

ফরিদপুর থেকে ঢাকাগামী যাত্রী আশিকুর রহমান জানান, কোনো রকম ফেরিঘাট পার হয়েও ঘাটে এসে ভোগান্তিতে পড়েছি। ঘাটে যানবাহন না থাকায় তিন কিলোমিটার পথ হেটে রিকশায় করে মানিকগঞ্জের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, গামের্ন্টস খোলার খবরে পাটুরিয়া ফেরিঘাটে মানুষের চাপ বেড়েছে। জরুরি পণ্যবাহী পরিবহণ, রোগী ও লাশবাহী গাড়ী পার করার জন্য ছয়টি ফেরি সচল রাখা হয়েছে। এ সুযোগে কিছু যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে।

এদিকে ঢাকা-অরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর যাত্রী দেখা গেছে। এসব যাত্রী মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা, ভ্যানসহ নানা মাধ্যমে অতিরিক্ত কয়েকগুণ ভাড়া দিয়ে রাজধানীতে ফিরছেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :