অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে বেইলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:৩৯ | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১২:৩২

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ট্রেভর হনস দায়িত্ব থেকে সরে দাঁড়ানো পর নতুন কাউকে খুঁজছিলো দেশটির ক্রিকেট বোর্ড। অবশেষে সাবেক অজি অধিনায়ক জর্জ বেইলিকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বেইলি এর আগে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।

ট্রেভর হন্স মোট দুই দফায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৫ বছর দায়িত্ব পালনকালে তার অধীনে প্রায় সব সাফল্যই পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এবার বেইলির হাত ধরে ভালো কিছু করবে অস্ট্রেলিয়া- এমনটাই ভাবছেন দেশটির ক্রিকেটপ্রেমী জনগণ। অবশ্য এখনই দায়িত্ব বুঝে পাচ্ছেন তিনি। এজন্য তাকে অপেক্ষা করা লাগবে ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বেইলিকে প্রধান নির্বাচক করার পর এখন নির্বাচক কমিটির তৃতীয় সদস্যের খোঁজে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমান নির্বাচক কমিটির দ্বিতীয় সদস্য হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

খেলোয়াড়ি জীবনে মোট ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বেইলি। এর মধ্যে ছিল ২৯টি ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি। আর ৫৭টিতেই অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :