গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশ | ০১ আগস্ট ২০২১, ১৩:০৩ | আপডেট: ০১ আগস্ট ২০২১, ১৪:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গুলিবিনিময়কালে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি বাহিনীটির। 

শনিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. পারভেজ (২৮)। তিনি স্থানীয় কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মো. কালু শেখের ছেলে। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন র‌্যাব সদস্যদের বরাত দিয়ে জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবরে রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযানে যায়। 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।  এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

(ঢাকাটাইমস/০১আগস্ট/ইএস)