সিরাজগঞ্জের মহাসড়কে অত্যধিক গাড়ির চাপ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:৩৪ | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১২:৪৩

আজ রবিবার খুলে দেওয়া হয়েছে সকল শিল্প ও কলকারখানা, পাশাপাশি শ্রমিকদের ফেরার সুবিধার্থে গত রাত থেকে আজ দুপুর ১২টা পর‌্যন্ত চালু ছিল সকল প্রকার গণপরিবহন। যার ফলে অত্যাধিক চাপ পড়েছে সিরাজগঞ্জের মহাসড়কে। তবে গাড়ির চাপ থাকলেও রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়কের কোথাও যানজট নেই। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি রেলগেট এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ও ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আব্দুল গণি।

উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গাড়ির প্রচুর চাপ থাকলেও রাস্তায় কোনও যানজট নেই। তবে ঢাকাগামী লোকাল বাসগুলো বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী তোলার কারণে মাঝে মাঝে ধীরগতি হলেও পুলিশের তৎপরতায় আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে।

কড্ডা এলাকা থেকে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গণি বলেন, কড্ডা এলাকা একদম স্বাভাবিক রয়েছে। তবে মমহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি রেলগেট এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক মিলি আক্তার জানান, সেতু পশ্চিম এলাকায় যানবাহনের অত্যাধিক চাপ থাকায় কিছুটা ধীরগতি আছে, তবে যানজট নেই।

(ঢাকাটাইমস/১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :