সিরাজগঞ্জে ২০০ ইমাম-মুয়াজ্জিন পেলেন নগদ অর্থ সহায়তা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:৪৮ | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১৪:২৪

সিরাজগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে সরকারের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রবিবার সকালে জেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ২০০ জন ইমাম-মুয়াজ্জিনের হাতে এ নগদ অর্থ সহায়তা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এসময় জেলা প্রশাসক সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে অর্থ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, ইমাম সমিতির সভাপতি মওলানা আবু বক্কর সিদ্দিক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।

এসময় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মঈন উদ্দিন, রেদওয়ান আহমেদ রাফি, রাশেদ হোসাইনসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :