ওপেনিংয়ে দেখা যেতে পারে সাকিব-মিঠুনকেও

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১৫:০০

দলে নেই দেশসেরা দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। তাই আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশেল স্কোয়াডে রয়েছেন মাত্র দুজন ওপেনার। কিন্তু এ দুজন ইনজুরিতে পড়লে কি হবে? না, কিছুই হবে না। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো এর বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন। দলের প্রয়োজনে ওপেনিংয়ে সাকিব এবং মিঠুনকেও দেখা যেতে বলে তিনি জানিয়েছেন।

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজটাই ভালোভাবে শেষ করতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল খান। তাই আসন্ন সিরিজে তাকে পাওয়াটা দুষ্কর। এদিকে ওপেনিংয়ে আরেক নিয়মিত মুখ লিটন কুমার দাসও নেই। পারিবারিক সমস্যার কারণে ছুটিতে রয়েছেন এই ড্যাশিং ওপেনার। এখন ভরসা শুধু সৌম্য সরকার এবং নাঈম শেখ।

কিন্তু এই দুজন কোনো কারণে ওপেন কিংবা মাঠে নামতে না পারলে কি হবে? এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘এ বিষয়ে আমরা অনেকবার চিন্তা করেছি। তবে আমাদের স্কোয়াডে সাকিব (আল হাসান) আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে।’

তিনি আরো বলেন, ‘মিঠুনও দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, তবে এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।’

(ঢাকাটাইমস/০১আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :