গজারিয়ায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশ | ০১ আগস্ট ২০২১, ১৬:১৮

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। সভা শেষে পথচারীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহিদ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে এই সভা হয়।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে এলাকাবাসীকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে প্রশাসন। এছাড়া দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক পরামর্শ দেন ইউপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

ভবেরচর ইউনিয়নবাসীর মধ্যে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক নিবন্ধন কার্যক্রম ও টিকাদান কর্মসূচি চালু করার অঙ্গীকার ব্যক্ত ইউপি চেয়ারম্যান। সভা শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পথচারী ও মোটরসাইকেল চালক, মিশুক চালক, অটোরিকশা চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিটন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোকাররম হোসেন, সিরাজূল ইসলাম, মেম্বার, আবু সাঈদ, মোহাম্মদ ফারুক প্রধান, রোকনুজ্জামান শিকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/১আগস্ট/এসএ/কেএম)