চিকিৎসককে ফোন করে কোভিড সেবা পাবেন শেরপুরবাসী

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১৬:৩৪

শেরপুরের পাঁচ উপজেলার জনসাধারণের সুবিধার্থে কোভিড সেবা দেওয়া চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে মোট ১৭ জন চিকিৎসকের নামের তালিকা দেয়া হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কেউ জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা অথবা শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে না এসে চিকিৎসকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে পরামর্শ নিয়ে চিকিৎসাসেবা নিতে পারেন।

সদর উপজেলায় সেবা দেবেন- ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে কর্মরত ডা. মোবারক হোসেন (০১৯৭৮১৫১১৬১), ডা. তানজিনা হক তমা (০১৭৪৮০৪১৯০৫), ডা. খাইরুল কবির (০১৭১১০৪৪৫৮৬), ডা. রাকিবুল ইসলাম (০১৭৫৬৮০০৩২২), ডা. আকরাম হোসেন (০১৭১৫২৪৭৯২১)।

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. শাহনেওয়াজ নোমান (০১৭২১১৪১৯০৫), ডা. জুলফিকার সাইফ (০১৮১০১৫৯১৪৭), ডা. সৈয়দা জোহরা তুজ আলম (০১৭৭৯৬৩৯০২১)।

নালিতাবাড়ী কমপ্লেক্সে কর্মরত ডা. ইফরীত আরা ফাগুন (০১৫১১৪৭৪৮৫৩), ডা. নিপা কর্মকার (০১৬৮০২৪১০২০), ডা. মেহেদী হাফিজ সুমন (০১৭২৬৩৯৩৮৮৫)।

নকলা কমপ্লেক্সে কর্মরত ডা. আবদুল্লাহ আল নোমান (০১৭৩৯১৭৫২১৪), ডা. তানজিনা মাহবুব (০১৩১১৭৭৩১১৫), ডা. একেএম নাজমুস ছাকিব (০১৭৪৮৭৬০৭০৫), ঝিনাইগাতী কমপ্লেক্সে কর্মরত ডা. শেখ মো. মনিরুজ্জামান (০১৭৩০৮৭৬৬৬২), ডা. সাদিয়া আফরোজ (০১৮১০১৫৯১৩৮), ডা. আশফিয়া আমরিন (০১৮১০১৫৯১৩৯)।

করোনায় আক্রান্ত যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ‘নিজে নিজে অক্সিজেন নেবেন না’ উল্লেখ করে সিভিল সার্জন ডা. আবুল কাশেম মোহাম্মদ আন্ওয়ারুর রউফ বলেন, কোন রোগীর কখন, কী পরিমান এবং কতক্ষণের জন্য অক্সিজেন লাগবে সেটা নির্ধারণ করবে একমাত্র চিকিৎসক।

(ঢাকাটাইমস/১আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :