হবিগঞ্জে করোনায় তিনজনের প্রাণহানি

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১৭:৫২

হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, করোনায় আক্রান্ত হয়ে একদিনে হবিগঞ্জে এই প্রথম তিনজনের মৃত্যু হলো। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। করোনায় আক্রান্ত ২৬ জন রোগী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪ জন, লাখাইয়ে দুজন, বাহুবলে নয়জন, বানিয়াচংয়ে ২৩ জন, নবীগঞ্জে ৪১ জন, মাধবপুরে ৪৯ জন এবং আজমিরীগঞ্জের তিনজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮৪৩ জনে। সুস্থ হয়েছেন দুই হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।

(ঢাকাটাইমস/১আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :