গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

গফরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১৯:২২

ময়মনসিংহ গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক চামড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম শামছুল হুদা (৩৫)। উপজেলার ধামাইল গ্রামে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় অস্থায়ী চামড়া গুদামে চামড়া প্রক্রিয়াজাত করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পরেই বিদ্যুৎ আসে। এ সময় বাল্ব না জ্বলায় শামছুল হুদা বিদ্যুতের ওই লাইনে হাত দেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরেন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবুল মনসুর বলেন, ‘ছেলে ঢাকায় কাঁচামালের ব্যবসা করত। মহামারী করোনার কারণে বাড়ি চলে আসে। কোরবানির ঈদে কিছু চামড়া কিনে মজুদ করেছিল। এই মজুদকৃত চামড়া লবণ দেওয়ার কাজ করছিল। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটে গেল।’

(ঢাকাটাইমস/১আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :