চিকিৎসকের পরামর্শে অন্তঃসত্ত্বাও টিকা নিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ২১:৩৫

করোনাভাইরাসের এই মহামারির সময়ে অন্তঃসত্ত্বা মায়েরা ঝুঁকিতে রয়েছেন, অনেকেই আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এই অবস্থায় তারা যেন চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনার টিকা নেন সেই আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

রবিবার তার কার্যালয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসএমএমইউর উপাচার্য এই কথা বলেন।

রোগীদের জন্য করোনাভাইরাস দ্রুত শনাক্তকরণের লক্ষে বিএসএমএমইউতে র‌্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। রবিবার সকালে উপাচার্য এর উদ্বোধন করেন।

বিএসএমএমইউর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোগীরা কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিনামূল্যে এই পরীক্ষা করার সুযোগ পাবেন। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিসহ অনান্য সমস্যাকে মোকাবিলা করে যাচ্ছে। সরকার উপজেলা পর্যায়েও করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার ব্যবস্থা করেছে। আমি গ্রামের মানুষকে অনুরোধ করব, তারা যেন শরীরে করোনাভাইরাস সংশ্লিষ্ট কোনো লক্ষণ দেখা দিলেই উপজেলায় গিয়ে টেস্ট করান।

উপাচার্য বলেন, বিএসএমএমইউয়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ায় রোগীদের ভর্তি, অপারেশনসহ অত্যন্ত জরুরি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। এই সেবা কার্যক্রম প্রয়োজনে ভবিষৎতে বহির্বিভাগেও চালু করা হবে।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :