গাজীপুরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ২২:৪৯

গাজীপুরে একদিনে সর্বোচ্চ ৪০৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত দুজন মারা গেছেন।

রবিবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৫০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়ায় ৬৮ দশমিক ৯৯ শতাংশ। নমুনা বিবেচনায় শনাক্তের এই হার সর্বোচ্চ।

শনাক্তদের মধ্যে গাজীপুর সদরে ১৯০ জন, কালীগঞ্জে ১৮ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ৬৮জন ও শ্রীপুরে ১১০ জন রয়েছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত এ জেলায় এক লাখ পাঁচ হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ হাজার ৭৪৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১১ হাজার ৫০৯ জন, কালীগঞ্জ উপজেলায় এক হাজার ৩৭২ জন, কালিয়াকৈরে এক হাজার ৯১৪ জন, কাপাসিয়ায় এক হাজার ৫৩০ জন, শ্রীপুরে দুই হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের পর মোট ৩৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৫১ জন।

(ঢাকাটাইমস/১ আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :