মিম মিউজিয়ামে স্থান পেল সেই পাকিস্তানি ভক্ত

প্রকাশ | ০১ আগস্ট ২০২১, ২২:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরেছিল পাকিস্তান। বিশ্বকাপের সেই ম্যাচের কোন এক সময়ে ক্যামেরা ক্রুদের নজর পরে গ্যালারিতে থাকা এক ব্যাক্তির দিকে। ওই ব্যাক্তির নাম শারিম আকতার। পাকিস্তানি ভক্ত শারিমের সেসময়ে হতাশামাখা একটি ছবি প্রকাশ পেতেই পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। পরে সেই ছবিটিকে মিম হিসেবে স্থান দেয় হংকংয়ের মিম মিউজিয়াম কে১১।

হংকংয়ের বিখ্যাত কে১১ মিমস মিউজিয়ামের স্থান পাওয়া ‘হতাশ পাকিস্তানি ভক্ত’ হিসেবে পরিচিত শারিম একটি ইউটিউব ভিডিও শেয়ার করেছেন; যেখানে অনেকগুলো মিমের ভিতরে তার মিমটিও প্রদর্শিত হয়েছে।

সে এক টুইট বার্তায় ভিডিও শেয়ার করে লিখেছেন, হংকংয়ের কে১১ মিমস মিউজিয়ামের একটি ভিডিওতে আমার বোন এই ভিডিওটা খুঁজে পেয়েছে।

শারিম আকতার লন্ডনে বসবাস করেন। বিশ্বকাপে হতাশামাখা সেই ছবিটা ভাইরাল হলে শারিম ওই ম্যাচ চলাকালীন অনুভূতির কথা জানিয়েছিলেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। সাক্ষাৎকারে পাকিস্তানি শারিম বলেছিলো, তার দল ম্যাচটিতে একটি ক্যাচ ফেলে দিয়েছিলো। তার জন্য সে এমন ভাবে তাকিয়েছিলো।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এইচএন)