নেইমার-এমবাপ্পেবিহীন পিএসজির হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ আগস্ট ২০২১, ১১:৩১ | প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১১:১৮

রবিবার রাতে ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরস্পরের বিপক্ষে মাঠে নামে লিগ জয়ী লিলে এবং কাপ জয়ী পিএসজি। এদিন জিততে পারেনি নেইমার-এমবাপ্পেবিহীন পিএসজি। ১-০ গোল ব্যবধানে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের হারিয়েছে লিলে। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার(জ্যাকা)।

শুধু নেইমার-এমবাপ্পেই নয়, দলে এখনো যোগ দেয়নি আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ারও। নেইমার এবং ডি মারিয়ার তো এখনো কোপার বাতাস গা থেকে যাচ্ছেই না। অন্যদিকে মৌসুম শুরু হওয়ার আগে নিজের ইচ্ছেমতো অবসর সময় কাটাচ্ছেন এমবাপ্পে।

এমতাবস্থায় সুপার কাপের ফাইনালে মাঠে নামে ফরাসি জায়ান্ট ক্লাবটি। দলের প্রধান তিন তারকাকে ছাড়া যে প্রতিপক্ষে ডি-বক্সে আক্রমণ ভালোভাবে হবে না- সেটা আগে থেকে অনুমিতই ছিল। ম্যাচেও ঘটেছে তাই।

ইসরায়েলের তেল আবিবে এদিন বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত আক্রমণ খুব একটা যায়নি পিএসজি। আর যেটা কটা হয়েছে, তাও আবার লক্ষ্যভ্রষ্ট। দশ শটের তিনটি মাত্র ছিল লক্ষ্যে।

অন্যদিকে লিলেও একের পর এক আক্রমণে পিএসজির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত করে রাখে। এরই ফলশ্রুতিতে প্রথমার্ধের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে লিলে। এ সময় পর্তুগিজ তারকা মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার(জ্যাকা) কল্যাণে গোল পেয়ে ১-০ ব্যবধানে থেকে বিরতিতে যায় লিগ জয়ীরা।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দক্ষ ফিনিশিংয়ের অভাবে বারবার থেমে গেছে প্রতিপক্ষের ডি-বক্সের আগেই। ফলে শেষ পর্যন্ত ম্যাচে গোলের দেখা পায়নি পচেত্তিনোর শিষ্যরা। আর তাতেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিলে।

ঢাকাটাইমস/০২আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :