তিন কোটি নাগরিককে টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ১১:২৩ | আপডেট: ০২ আগস্ট ২০২১, ১১:২৬

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে এরই মধ্যে গণহারে দ্রুতগতিতে টিকা দিচ্ছে যুক্তরাজ্য। সেই কাজ শেষ হওয়ার আগেই দেশটির প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে টিকার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

আগামী মাস থেকে টিকার এই ডোজ দেয়া শুরু হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য আরও কয়েকটি টিকার অনুমোদন দেয়া হয়। 

দেশটিতে সাড়ে ৪ কোটির বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ।  
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।

ডাউনিং স্ট্রিটে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, টিকার এই ডোজ ভাইরাস প্রতিরোধ করতে সামনে থেকে সাহায্য করবে।

ঢাকাটাইমস/০২আগস্ট/একে