সুপ্রিম কোর্টে কালোব্যাজ পরে দায়িত্ব পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৪:০২ | প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১২:৫৬

জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরসহ উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করছেন।

রবিবার সুপ্রিম কোর্টে সরেজমিন এমন চিত্র দেখা গেছে। দুপুর ১২টার দিকে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে গিয়ে দেখা গেছে, শোক দিবস উপলক্ষে সবাই কালোব্যাজ ধারণ অফিসিয়াল দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান ঢাকাটাইমসকে বলেন, শোক দিবস উপলক্ষে সবাই কালোব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা যায়, রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার, রেজিস্ট্রার জেনারেলের ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী সবাই কালোব্যাজ ধারণ করে নিজ নিজ দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ৩১ জুলাই এ বিষয়ে প্রধান বিচারপতি একটি আদেশ জারি করেন।

এতে বলা হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন করা হবে ভাবগাম্ভীর্যের সঙ্গে। এ জন্য পুরো আগস্ট মাসব্যাপী সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারণ করবেন।

আদেশে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আকবর আলী।

(ঢাকাটাইমস/২আগস্ট/এআইএম/কেআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :