সোহান-শামীমের উপর আস্থা রাখছেন টাইগার অধিনায়ক

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ১৮:২৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েই নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন তরুণ শামীম হোসেন। সদ্য শেষ হওয়া সিরিজে টাইগারদের মিডল অর্ডারের আরেক ভরসার নাম ছিলো আফিফ হোসেন। সাড়ে চার বছর পরে দলে ফেরা নুরুল হাসান সোহানও নিজের জাত চেনাতে প্রস্তুত। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই তাদের তিনজনের উপর আস্থা রাখছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। 

সিরিজ পূর্ববর্তী এক অনলাইন সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান তারা ফিনিশার হিসেবে ভালো করবেন এমন আশার কথা শোনালেন। তিনি বলেন, ‘সোহান, আফিফ, শামীম তাদের সামর্থ্য আছে ম্যাচ ফিনিশ করার। ভালো ছন্দে আছে তারা। তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। আমি আশা করি এই সিরিজে তারা তাদের প্রতিভা এবং স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।’

ঘরের মাঠে ‘ভারসাম্যপূর্ণ’ বাংলাদেশ অনেক ভালো দল উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, ‘সিরিজে প্রত্যেক খেলোয়াড়ের জন্যও নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ। ঘরের মাঠে আমরা বেশ ভালো দল। চেষ্টা করব আবারও এটা প্রমাণ করার। এই মুহূর্তে আমাদের টি-টোয়েন্টি দল ভারসাম্যপূর্ণ।’

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট সিরিজে ব্যাট হাতে উপরের দিকে নেমেছিলেন রিয়াদ। অজিদের বিপক্ষে সফরেও সেই আভাসই রাখলেন। অধিনায়ক বলেন, ‘আমি প্রায় সময় টি-টোয়েন্টিতে ৫-৬ নম্বরে ব্যাট করেছি। গত সিরিজে আমি ওপরে ব্যাট করেছি। হয়ত এই সিরিজেও ওপরে ব্যাট করতে হতে পারে। ইনশাআল্লাহ্‌ চেষ্টা করব দলের প্রয়োজনে অবদান রাখার।’

ফেভারিট প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে মানতে নারাজ মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি ব্যাক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে কোনো দল র‍্যাংকিংয়ে যত উপরেই থাকুক না কেন, নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কাউকে আপনি হারাতে পারবেন। ’

বাংলাদেশ সফররত অসি দলে নেই ওয়ার্নার-স্টিভ স্মিথ, সিরিজ শুরুর আগেই চোটে পরে ছিটকে গেছেন অ্যারন ফিঞ্চও। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে কোনভাবেই দুর্বল ভাবছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের সেরাটা খেলেই সফররতদের হারাবে বাংলাদেশ। 

টাইগার অধিনায়ক বলেন, সেরা সুযোগ কিনা সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে।

উল্লেখ্য, কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কাল মঙ্গলবার (৩ আগস্ট)। এরপর ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব কয়টি ম্যাচ।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এইচএন)